আগামীকাল বিশ্ব পর্যটন দিবস। দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রের মতো কুয়াকাটায়ও দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পাশাপাশি পর্যটন করপোরেশন, আবাসিক হোটেল-মোটেল অ্যাসোসিয়েশন এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) পর্যটন দিবস পালনে র্যালি, আলোচনাসভাসহ শোভাবর্ধনের প্রস্তুতি নিয়েছে। শনিবার দিনব্যাপী কুয়াকাটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।
সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পৌর এলাকার রাস্তাঘাট, সৈকতের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করছেন। পর্যটন দিবসে পরিচ্ছন্ন কুয়াকাটা উপহার দিতে এমন উদ্যোগে নিয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
টোয়াকের সদস্য আবুল হোসেন রাজু আজকের পত্রিকাকে জানান, বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন উপলক্ষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্ন করতে টোয়াকের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে জানান, জেলা প্রশাসনের নির্দেশে পর্যটন দিবসে ময়লা-আবর্জনা ও দূষণমুক্ত কুয়াকাটা উপহার দিতে এরই মধ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। এ লক্ষ্যে শনিবার দিনব্যাপী পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা।