প্রথম দিনের কঠোর লকডাউনে পটুয়াখালীতে ১২৫ মামলা ও ১২৫ জনের কাছ থেকে ৭৩ হাজার ৭৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মানস চন্দ্র দাস।
সহকারী কমিশনার জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে। প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ দণ্ডবিধির ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় পটুয়াখালী জেলা প্রশাসন ৮টি উপজেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এ সময় ১২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া ১২৫ জনের কাছ থেকে ৭৩ হাজার ৭৮০ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল থেকে কঠোর লকডাউনের জন্য জেলা তথ্য অফিস থেকে শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং চালানো হচ্ছে। সবাইকে সরকার ঘোষিত বিধিনিষেধ মানার জন্য আহ্বান জানানো হয়।