হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় স্বামীর টাকা আত্মসাতের মামলায় জামিন পাওয়া স্ত্রীকে আদালত চত্বরে মারধর

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় আদালত চত্বরে স্ত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। স্বামীর করা মামলায় আজ রোববার দুপুরে আদালত থেকে জামিন নিয়ে বের হলে তাঁকে গালাগাল করা হয়। এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন তাঁর স্বামী।

ভুক্তভোগীর নাম মোসা. রুনা লায়লা। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কাশেম আলী শিকদারের মেয়ে। দুই বছর আগে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের মো. মিজানুর রহমানের তাঁর বিয়ে হয়। একপর্যায়ে স্ত্রীর বিরুদ্ধে তিনি দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ লাখ টাকা আত্মসাতের মামলা করেন। আজ রোববার সকালে আদালতে হাজির হয়ে জামিন নেন রুনা লায়লা। পরে আদালতের সামনের রাস্তায় তাঁকে গালমন্দ করেন মিজানুর। এর প্রতিবাদ করলে তাঁকে বেদম মারধর করা হয়।

রুনা লায়লা আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের সামনের রাস্তায় মিজানুর আমাকে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয়। এ সময় আমি এক উকিলের চেম্বারে গিয়ে উঠলে সেখানেও আমাকে মারধর করে। আমি আমার উকিলকে বিষয়টি জানিয়ে আদালতে বিচার প্রার্থনা করব।’

এ বিষয়ে রুনা লায়লার আইনজীবী সহিদুল ইসলাম বলেন, ‘আদালতে মামলা হয়েছে। বিচারক বিষয়টি দেখবেন। আমার মক্কেল জামিনে মুক্ত হওয়ার পর রাস্তায় প্রকাশ্যে মারধর করার বিষয়টি দুঃখজনক। আমি এ বিষয়ে আদালতের শরণাপন্ন হব।’

মারধরের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যা দেখার তো দেখেছেনই, আর কী বলব।’ এই কথা বলে চলে যান তিনি।

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার