হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান

পটুয়াখালীর বাউফলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিদ্যালয় মাঠে হয় এ অনুষ্ঠান। ছুটির দিনে বিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন বলছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ছিল পবিত্র শবে বরাতের সরকারি ছুটি। ছুটির মধ্যেই কেশবপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের নাম প্রধান অতিথি হিসেবে লেখা থাকলেও তিনি উপস্থিত হননি। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশূ ও কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সালেহ উদ্দিন পিকুর নাম থাকলেও তাঁরা কেউই উপস্থিত ছিলেন না। 

তবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সিভিল সার্জন মো. শফিকুজ্জামান। 

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অভিভাবক বলেন, ‘আজ সরকারি ছুটির কথা প্রধান শিক্ষককে জানানো হলেও তিনি কর্ণপাত করেননি। গভীর রাত পর্যন্ত পবিত্র শবে বরাতের ইবাদত করেছি। পরের দিন ক্রীড়া প্রতিযোগিতা। একরকম চোখে ঘুম নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছি।’

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কেশবপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজাদ খানের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর কেটে দেন। 

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘কী একটা বিব্রতকর অবস্থা। এঁদের এতটুকু জ্ঞান নাই যে, আজ সরকারি বন্ধের দিন। কীভাবে তাঁরা অনুষ্ঠানের আয়োজন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক