হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় কোচিং করা অবস্থায় অসুস্থ হয়ে ৯ ছাত্রী হাসপাতালে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় কোচিং করার সময় অসুস্থ হয়ে পড়া এক ছাত্রী হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়া অবস্থায় ৯ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের রহমতপুর জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো, শারমিন (১৪), সমৃদ্ধা (১৩), ফাতিমা (১৪), ফারজানা (১৪), জেরিন (১৪), রুবা (১৪), ফাতিমা (১৩), হুমায়রা (১৫) ও মমতাজ (১৪)। তারা সবাই ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।

ওই কোচিংয়ের শিক্ষক মো. রিপন বলেন, প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। তাকে শিক্ষকের ঘরে থাকা নেবুলাইজার দেওয়া হয়। পরে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারপর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় আরও পাঁচজন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তারা সবাই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগেছে।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিকাশ সাহা আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে এটিকে মানসিক সমস্যা বলে মনে হচ্ছে। কারণ একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর দেখাদেখি অন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের এখানেই চিকিৎসা চলছে।

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার