হোম > সারা দেশ > পটুয়াখালী

ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বামীর বাড়ি থেকে জান্নাতি আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতি আক্তার দেউলী সুবিদখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ গ্রামের মো. ফিরোজ আলমের স্ত্রী। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ছয় মাস আগে জান্নাতির সঙ্গে ফিরোজ আলমের বিয়ে হয়। এরপর থেকে জান্নাতি স্বামীর বাড়িতে থাকতেন। গতকাল রাত ৮টার দিকে সবার অগোচরে স্বামীর ঘরে সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়নায় গলায় ফাঁস দিয়ে মারা যান। ফিরোজ আলম ঘরে এসে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম আহমেদ বলেন, শুক্রবার জান্নাতি আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের কারণ এখনো জানা যায়নি, এ বিষয়ে তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার