হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলো দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের গছানী গ্রামের উঠতি কিশোর গ্যাংয়ের সদস্য বাবুল হাওলাদারের ছেলে মো. সোহাগ হোসেন (১৬), গনি হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (২০), মো. আলমগীর হাওলাদারের ছেলে জাহিদুল (১৬)।

দশমিনা থানা সূত্রে জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রীকে (১৫) অভিযুক্ত সোহাগ হোসেন, হানিফ হাওলাদার, জাহিদুল ও সাব্বির এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ছাড়া বিভিন্ন সময় প্রকাশ্যে কুপ্রস্তাব দিত। অভিযোগে বলা হয়েছে, ওই কিশোরীর মা প্রবাসে কর্মরত থাকায় সাংসারিক সব কাজকর্ম তাকে করতে হয়। প্রতিদিন পানি আনতে বা কোনো কাজে বাড়ির বাইরে গেলে ওই কিশোরীকে প্রকাশ্যে অশ্লীল কথা বলে উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত মঙ্গলবার ওই কিশোরীর বাবা কাজের কারণে বাড়ির বাইরে থাকায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ওই কিশোরীর চিৎকার শুনে এলাকার মানুষ এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। পরে ওই কিশোরীর বাবা শুক্রবার রাতে দশমিনা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সোহাগ, হানিফ ও জাহিদুলকে আটক করে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই