হোম > সারা দেশ > পটুয়াখালী

পরীক্ষার আগে একই পথে, পরে আলাদা হয়ে গেলেন বাবা-মেয়ে

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে হাসপাতালে মারা যান বাবা মো. মাহাবুবুর রহমান। ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার প্রথম দিনে পটুয়াখালীর বাউফল উপজেলার পরীক্ষার্থী তাসফিয়ার জীবনে ঘটল মর্মান্তিক ঘটনা। পরীক্ষার হলে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল বাবার। অথচ যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েন তার বাবা। পরে পরিবারের অন্য সদস্যরা তাসিফয়াকে নিয়ে যায় পরীক্ষার হলে, আর তার বাবাকে নেওয়া হয় হাসপাতালে। পরে তার বাবা মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, তাসফিয়া উপজেলার কালিশুরী এস এ ইনস্টিটিউট থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার বাবা মো. মাহাবুবুর রহমান ওই ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ছিলেন। তাদের বাড়ি উপজেলার ভরিপাশা গ্রামে।

স্বজন সূত্রে জানা যায়, তাসফিয়ার বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হলে পরিবারের অন্য সদস্যরা তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গাড়িতে রওনা হন। হাসপাতালের পথে পরীক্ষার কেন্দ্র থাকায় তাসফিয়াও একই গাড়ি ওঠে। কেন্দ্রের কাছে সে নেমে যায় পরীক্ষা দেওয়ার জন্য। পরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন। পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে বাবার মৃত্যু সংবাদ পায় তাসফিয়া। এ সময় কান্নায় ভেঙে পড়ে সে।

কালিশুরী এস এ ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মো. ইউসুফ জানান, তাসফিয়া পরীক্ষার হলে ছিল যখন, তার বাবার মৃত্যু সংবাদ আসে। তাসফিয়াকে জানানোর মতো ভাষা তাঁদের কাছে ছিল না। দীর্ঘদিন এই বিদ্যালয়ে তিনি (মাহাবুবুর রহমান) সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন।

কালিশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘মাহবুবুর রহমানের তিন মেয়ের মধ্যে তাসফিয়া মেজো। পরীক্ষার পর তাসফিয়া জানতে পারে তার বাবা আর নেই। একজন সন্তান হিসেবে সে নিজেকে কীভাবে সামাল দেবে তা ভাবতে পারছি না।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী