হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় বেড়িবাঁধসহ স্লুইসগেট ধসে পড়ার ঝুঁকিতে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধসহ স্লুইসগেট ধসে পড়ার ঝুঁকির মুখে রয়েছে। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ওপর অর্ধভঙ্গুর অবস্থায় রয়েছে একটি স্লুইসগেট। চলতি বর্ষায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক জোয়ারের চেয়ে অতিরিক্ত পানিতে স্লুইসগেটসহ বেড়িবাঁধটি সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। এটি ভেঙে গেলে ফসলি জমির ক্ষতিসহ ৮-১০টি গ্রামের কয়েক হাজার মানুষ বিপদে পড়বে।

উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ৪৭/৫ পোল্ডার নম্বরের স্লুইসগেটটি স্থানীয়দের কাছে কালামের স্লুইস নামে পরিচিত। গ্রামবাসী অতি দ্রুত এটিকে সংস্কারের দাবি জানিয়েছেন।

সরেজমিন দেখা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বেড়িবাঁধসংলগ্ন স্লুইসগেটটি অবস্থিত। কিছুদিন আগের নিম্নচাপ এবং অতিরিক্ত জোয়ারের পানিতে বেড়িবাঁধসহ স্লুইসগেটটি প্রায় অর্ধেকের বেশি ভেঙে গেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে অতিরিক্ত পানিতে হলে যেকোনো সময় স্লুইসগেটটি পুরোপুরি ভেঙে যেতে পারে। এতে ওই ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাবে। স্থানীয় বদ্দর পহল্লান, ইব্রাহিম প্যাদা, ফরিদ বিশ্বাস ও চম্পা বেগমসহ অনেকেই জানান, স্লুইসগেটটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। যেকোনো সময় এটি সম্পূর্ণ ভেঙে গেলে গ্রামে পানি ঢোকার আশঙ্কা রয়েছে। এতে ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হবে। অতি দ্রুত বেড়িবাঁধসহ স্লুইসগেটটি সংস্কারের দাবি জানান তাঁরা।

স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ বলেন, বেড়িবাঁধসংলগ্ন এই স্লুইসগেটটি খুবই দুর্বল অবস্থায় রয়েছে। যেকোনো সময়ে এটি ভেঙে কয়েকটি গ্রাম তলিয়ে যেতে পারে। অতি দ্রুত এটাকে সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলম বলেন, ‘বিগত জলোচ্ছ্বাসে চান্দুপাড়া এলাকায় ৪৭/৫ নম্বর স্লুইসগেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আমরা জেনেছি।’ খুব দ্রুত এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ

শখের মাশরুম চাষ থেকে বাণিজ্যিক সাফল্য বাউফলের মিলনের

জামায়াতের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি: আলতাফ

পবিপ্রবিতে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

পটুয়াখালী-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থীর মৃত্যু

পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নুর