হোম > সারা দেশ > পটুয়াখালী

চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, আদালতে মামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে উঠেছে। এ ঘটনায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জে এইচ খান লেলিন ও সিনিয়র স্টাফ নার্স মোসাম্মৎ আসমা বেগমের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

আজ বুধবার মৃতের চাচা অ্যাডভোকেট মো. নুরুজ্জামান সিকদার বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলার পর আদালত পটুয়াখালী পিবিআইকে ১৩ ফেব্রুয়ারি তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. মাকসুদুর রহমান সিকদারের ছেলে স্বপন সিকদারকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুমূর্ষু অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোগীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁর ব্যক্তিগত কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। এরপরে পরীক্ষার রিপোর্টসহ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু স্বজনদের অভিযোগ, যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে দায়িত্ব অবহেলা করে সময়ক্ষেপণ করতে দায়িত্বরতরা। একপর্যায়ে জরুরি বিভাগের একজন নার্স রোগী স্বপন সিকদারকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেন। এতে তিনি কিছুটা সুস্থতা বোধ করেন। কিন্তু পরক্ষণেই অক্সিজেন মাস্ক খুলে ভর্তির জন্য তাঁকে দোতলায় পাঠিয়ে দেওয়া হয়। এতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পুনরায় মাস্ক পরিয়ে দেওয়ার জন্য অভিযুক্তদের প্রতি আকুতি-মিনতি করে শুরু করেন রোগী। কিন্তু অভিযুক্তরা অক্সিজেন মাস্ক তাঁকে না পরিয়ে ডিউটি শেষ বলে চলে যায়। এর কিছুক্ষণ পর স্বপন সিকদার মারা যান। বাদীর দাবি, অভিযুক্তদের চিকিৎসা অবহেলার কারণে স্বপন সিকদার মারা গেছেন।

এ বিষয়ে ডাক্তার জে এইচ খান লেলিন বলেন, ‘আমি ওই রোগীকে যথাযথ চিকিৎসাসেবা দিয়ে পরে সরকারি কাজে হাসপাতালের বাইরে ছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।’

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই