হোম > সারা দেশ > পটুয়াখালী

মসজিদ থেকে ফিরে দেখেন, ঘরে স্ত্রীর রক্তাক্ত লাশ

পটুয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীতে ঘরে ঢুকে রিজিয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বড় বিঘাই এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

রিজিয়ার স্বামী আব্দুল খালেক জানান, রাতের খাবার শেষে তিনি মসজিদে নামাজ পড়তে যান। এ সময় তাঁর স্ত্রী ঘরে একাই ছিলেন। নামাজ শেষে ঘরে ফিরে তিনি রিজিয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে বুঝতে পারেন, দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পটুয়াখালী সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো সূত্র উদ্‌ঘাটন করতে কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাইনুল আহসান বলেন, ‘বিষয়টি বুঝতে পারছি না, কেন তাঁকে খুন করা হয়েছে। তিনি ঢাকায় বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। তিন-চার দিন আগে বাড়ি এসেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই