হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় মৎস্য মার্কেটে আবারও অগ্নিকাণ্ড, পুড়ল ২৩ আড়ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে মৎস্য মার্কেটে আবারও অগ্নিকাণ্ড হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছু সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আড়ত পট্টিতে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দিলে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, আজানের সময় হঠাৎই আগুন দেখা যায়। জাপান মৎস্য আড়ত থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। এর কিছু সময় পর পুরো আড়ত পট্টিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে নিয়ন্ত্রণে নেওয়ার আগেই অন্তত ২৩টি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া একাধিক ঘর আগুনে আংশিক পুড়ে গেছে। 

ক্ষতিগ্রস্তরা দোকানিরা জানিয়েছেন, অনেক ঘরের সামনে মাছ সংরক্ষণের কর্কশিট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। মহিপুরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান তাঁরা। 

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার ইলিয়াস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা যায়নি। 

উল্লেখ্য, এর আগে গত ৩ মার্চ মধ্যরাতে মহিপুর মৎস্যবন্দরে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে যায় এবং অনেক টাকার ক্ষতি হয়।

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ