সৈকতে গোসলে নেমে পটুয়াখালীর কুয়াকাটায় নাবিল নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাবিল (১৬) চাপলী গ্রামের তার নানাবাড়ি থেকে মামাতো দুই ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। পরে তারা তিনজনই সৈকতে গোসলে নামে। এ সময় নাবিল সাঁতার না জানায় সে ঢেউয়ের টানে সাগরে ভেসে যায়। রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় জেলে ও কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালান।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিখোঁজ কিশোরকে উদ্ধারে ইতিমধ্যে অভিযান শুরু করেছি।’