হোম > সারা দেশ > পটুয়াখালী

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নিজের মেয়েকে (১৮) একাধিকবার ধর্ষণের অভিযোগে বাবা দেলোয়ার শিকদারকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ওই তরুণী নিজে বাদী হয়ে বাবাকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে সন্ধ্যায় দেলোয়ার শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। 

আসামি দেলোয়ার শিকদার উপজেলার ডাবুলগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং গলাচিপা থানার মৃত তাজিমুদ্দিন শিকদারের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, এক মাস আগে ওই তরুণীর বিয়ে হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে তুলে না দেওয়ায় তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ওই তরুণী বসতঘরের বারান্দায় ঘুমাতে যান। পরে রাত ১১টার দিকে ওই তরুণীর বাবা দেলোয়ার শিকদার গামছা দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে ওই তরুণী বিষয়টি কাউকেই জানাননি। গতকাল সকালে ওই তরুণীকে বাড়িতে একা পেয়ে আবারও ধর্ষণ করা হয়। এ সময় প্রতিবেশী লোকজন বিষয়টি দেখে ফেলে এবং ঘরের দরজা খুলে মেয়েকে উদ্ধার করে। পরে দেলোয়ার শিকদারকে আটকে রেখে পুলিশে সোপর্দ করা হয়। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, ‘মেডিকেল পরীক্ষার জন্য ওই তরুণীকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার আসামিকে আদালতে পাঠানো হবে। আসামি দেলোয়ার শিকদার মোট ছয়টি বিয়ে করেছেন।’

ওসি আরও বলেন, আজ শনিবার ওই তরুণীকে স্বামীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তাঁর বাবা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী