হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবরে স্বজনদের ভিড়। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রাধেয়া ইসলাম প্রিয়ামণি (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকার মমতা অটো রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিয়ামণি কলাপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড বাদুড়তলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে। সে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে আসন্ন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত প্রিয়ামণির চাচা মনির মিস্ত্রি আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বিকেলে কলেজ রোডে কোচিং শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিল প্রিয়ামণি। এ সময় অটোর চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। সহপাঠীরা অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আউয়াল তালুকদার বলেন, প্রিয়ামণি তার বাবার একমাত্র সন্তান ছিল। মেয়ের মৃত্যুর খবরে মা-বাবাসহ আত্মীয় ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল