হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় ত্রিমুখী সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মাইক্রোবাস, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে রহমত উল্লাহ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার সকালে ৭টার দিকে উপজেলার রজপাড়া ৬ লেন সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত রহমত উল্লাহ রজপাড়া এলাকার খালেক শরীফের ছেলে। সে রজপাড়া দ্বীন এলাহি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে স্থানীয় মসজিদ (মক্তব) থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল রহমত উল্লাহ। এ সময় ৬ লেন এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে আসা একটি মাইক্রোবাস, বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশা এবং পায়রা বন্দর ৬ লেন থেকে বের হওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পথচারী রহমত উল্লাহ, মাইক্রোবাসের যাত্রী সাকিব রেদোয়ান, অটো রিকশার চালক ইমরান মৃধা ও মোটরসাইকেল চালক মিরাজ মল্লিক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত উল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় বিকেল ৪টায় সেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মরদেহ উদ্ধার কো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা