হোম > সারা দেশ > পটুয়াখালী

পাপ মোচন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কুয়াকাটা সৈকতে স্নান উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জাগতিক পাপ মোচন, অক্ষয় পুণ্যলাভ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে স্নান উৎসব। আজ শুক্রবার বেলা ১১টায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে সৈকতের জিরো পয়েন্টে হাজারো সনাতনী নারী-পুরুষ এই স্নানে অংশ নেন।

এ সময় সমুদ্রে মোমবাতি, আগরবাতি, ডাব, হরীতকী, বেল, দূর্বা ও সিঁদুর অর্পণ করেন নারীরা। এর আগে ভোরে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার থেকে শ্রীমাবভগবত গীতা আলোচনা ও নামসংকীর্তনে অংশগ্রহণ করেন পুণ্যার্থীরা।

স্নানে অংশ নেওয়া আমতলী থেকে আসা পুণ্যার্থী সুবিমল সরকার বলেন, ‘পাপ মোচন ও কল্যাণের আশায় গতকাল রাতেই এখানে এসেছি। ঠাকুরের কৃপালাভের আশায় স্নান করেছি।’

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকেই পুণ্যার্থীরা এখানে সমাবেত হয়েছেন। রাতে শ্রীমাবভগবত গীতা আলোচনা ও নামসংকীর্তনে অংশগ্রহণ করে এবং সকালে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা শেষে স্নানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী