হোম > সারা দেশ > পটুয়াখালী

চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে চেক ডিজঅনার মামলায় চার মাসের সাজাপ্রাপ্ত আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-শামীম আহমেদ মৃধা (৫০)। তিনি মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি রামপুর গ্রামের আ. আজিজ মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম আহমেদ মৃধার বিরুদ্ধে ২০১২ সালে ঢাকা জেলা ও যুগ্ম দায়রা জজ আদালতে একটি চেক ডিজঅনার মামলা হয়। ওই মামলায় তাঁর চার মাসের সাজা হয়। মির্জাগঞ্জ থানা-পুলিশ মঙ্গলবার রাতে নিউমার্কেট এলাকা তাঁকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এনআইএ্যাক্ট মামলায় চার মাসের সাজাপ্রাপ্ত আসামি শামীম আহমেদ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল