হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় ৬ লাখ পর্যটক আগমনের আশা ব্যবসায়ীদের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ফাইল ছবি

একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্রসৈকত। এবার ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এখানে কমপক্ষে ৬ লাখ পর্যটক আগমনের আশা করছেন হোটেল-মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি ঈদের ছুটিতেই পর্যটকদের ভিড়ে মুখর থাকে কুয়াকাটা। এবারও এর ব্যতিক্রম হবে না। ইতিমধ্যে হোটেল-মোটেলের অধিকাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।

পর্যটকদের বরণ করে নিয়ে নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। রং করা ও ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে হোটেল-মোটেল। এ ছাড়া সৈকতের ছাতা-বেঞ্চও নতুন করে সাজানো হচ্ছে। মোটকথা পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবীরা ব্যস্ত সময় পার করছেন।

কুয়াকাটা সমুদ্রসৈকতে আগত পর্যটকদের জন্য সংস্কার করা হচ্ছে দোকানঘর। ছবি: আজকের পত্রিকা

কুয়াকাটার হোটেল পায়রার স্বত্বাধিকারী মো. রেজাউল করিম বলেন, ‘রোজায় পুরো এক মাস পর্যটক না থাকায় হোটেল পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে। আশা করছি ঈদে পর্যটক আসলে আবার সে ক্ষতি পুষিয়ে নিতে পারব।’

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘বিগত বছরের কথা মাথায় রেখে এবার পর্যটক বরণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে কুয়াকাটার সব হোটেল-মোটেল। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় ৬ লাখ পর্যটকের আগমন ঘটার সম্ভাবনা আছে।’

এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকেরা এখানে এসে যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী