হোম > সারা দেশ > পটুয়াখালী

ইটভাটার জন্য নদীতীরের মাটি কাটায় জরিমানা, এক্সকাভেটর-বাল্কহেড জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে কেকেবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লতাচাপলী ইউনিয়নে পুনামাপাড়া গ্রামে কেকেবি ইটভাটায় ইট তৈরির কাজে খাপড়াভাঙ্গা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটায় এ জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি এক্সকাভেটর (ভেকু), একটি পন্টুন, একটি বাল্কহেড জব্দ করা হয়। 

জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। আগামী ৩ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে জব্দ মালামাল নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের জিম্মায় জব্দ করা মালামাল রাখা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ বলেন, খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে। জব্দ মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে