হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। বুদ্ধপূর্ণিমা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন সরকারি ছুটির দ্বিতীয় দিনে আজ শুক্রবার হাজারো পর্যটকের উপস্থিতি দেখা গেছে কুয়াকাটায়। শহরের কোলাহল থেকে একটু স্বস্তি পেতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে থাকে।

পর্যটকদের পদচারণে এখন মুখর হয়েছে উঠেছে গঙ্গামতি, ঝাউবাগান ও লেম্বুর বনসহ সব পর্যটন স্পট। সৈকতে আসা পর্যটকেরা সমুদ্রের বড় বড় ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন। কেউবা ছবি তুলছেন, কেউবা আবার মোটরবাইক কিংবা ওয়াটার বাইকে ঘুরছেন। 

ঢাকা থেকে আসা পর্যটক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি তিন দিনের ছুটি রয়েছে। তাই পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসেছি। সঙ্গে বৃদ্ধ মাও রয়েছেন। শেষ বয়সে কুয়াকাটায় এসে বেশ আনন্দ পাচ্ছেন।’ 

কুয়াকাটা লেম্বুর বনে আসা পর্যটক কাজী রিপন আজকের পত্রিকাকে বলেন, ‘বাকেরগঞ্জ থেকে এসেছি। মোটরসাইকেলে এখন লেম্বুরবণ দেখতে এসেছি। এখানের পরিবেশ আমাদের মুগ্ধ করেছে।’

কুয়াকাটা পায়রা হোটেল অ্যান্ড মিনি চায়নিজের স্বত্বাধিকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘তিন দিন ছুটি থাকায় অনেক পর্যটক এসেছেন। আমাদের বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে।’ 

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সাধারণ সম্পাদক কে এম জহির আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল এবং আজ দুদিনই পর্যটকদের বেশ চাপ রয়েছে। আমরা পর্যটকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।’

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে ট্যুরিস্ট পুলিশ প্রস্তুত রয়েছে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী