হোম > সারা দেশ > পটুয়াখালী

রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে একজনের কারাদণ্ড

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

আচরণবিধি ভঙ্গ ও এক প্রার্থীকে শারীরিক লাঞ্ছিত করার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মো. সোহাগ খান নামের একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত সোহাগ খান ওই গ্রামের মৃত হারুন খানের ছেলে। 

জানা গেছ, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৪  নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. কামাল পাশাকে (ফুটবল মার্কা) তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শুকুর খলিফার (মোরগ মার্কা) সমর্থক মো. সোহাগ খান শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনাস্থলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, সোহাগ খান নামের একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের জেল দেওয়া হয়। তিনি মূলত ফুটবল প্রার্থী কামাল পাশাকে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে হেনস্তা ও লাঞ্ছিত করেন। পরবর্তীতে রাত সাড়ে ১২টায় রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসি ঘটনাস্থলে পৌঁছে বিচার করেন। এ ব্যাপারে ওই ওয়ার্ডের দুই প্রার্থীকে কারণ দর্শানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ