হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে অবৈধ সংযোগে বিদ্যুতায়িত হয়ে ভিক্ষুকের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ধান খেতের অবৈধ বিদ্যুৎ লাইনে বিদ্যুতায়িত হয়ে মোস্তফা হাওলাদার (৫৫) নামের এক ভিক্ষুক মারা গেছেন। এ ঘটনায় মামলার পর ধানখেতের মালিক নুরুল ইসলাম (৫২) খন্দকার গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা-পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা হাওলাদার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের কাদের হাওলাদারের ছেলে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ধান খেতের মালিক নুরুল ইসলাম খন্দকারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মির্জাগঞ্জ থানা-পুলিশ আজ দুপুরে বেতাগী থানা-পুলিশের সহযোগিতায় বেতাগী আবুল বাশার ক্লিনিকের পেছনের বাড়ি থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ। 

স্থানীয়রা বলেন, নুরুল ইসলাম খন্দকার তাঁর বাড়ি সংলগ্ন ইরি ধানের খেতের চারপাশে তারের মাধ্যমে বিদ্যুতায়িত করে রাখেন। ওই দিন সন্ধ্যার পরে একই গ্রামের ভিক্ষুক মোস্তফা হাওলাদার ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাতে পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ও নিহতের স্বজনদের জানান। পুলিশ ঘটনাস্থল গিয়ে রাতেই তাঁর মরদেহ উদ্ধার করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। 

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা