হোম > সারা দেশ > পটুয়াখালী

র‍্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ২৯

পটুয়াখালী প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলো র‍্যাবের গাড়িচালক এএসআই হালিম ও দুই বছরের এক শিশু। এই ঘটনায় র‍্যাব সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, র‍্যাব-৮-এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। একই সময় কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে র‍্যাবের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে র‍্যাবের এএসআই হালিম মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়। র‍্যাবের গাড়িতে থাকা প্রায় ৩০ জনের মধ্যে অন্তত ২২ জন আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দিয়ে আহত ব্যক্তিদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে র‍্যাবের গাড়িতে থাকা ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সেখানে র‍্যাবের ড্রাইভার ও দুই বছরের একটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।’

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামান্না রহমান বলেন, এ পর্যন্ত ২৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ২০-২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী