হোম > সারা দেশ > পটুয়াখালী

বিজয় দিবসে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় দেখা গেছে। দীর্ঘদিন হরতাল ও অবরোধে পর্যটকশূন্য কুয়াকাটা এখন পর্যটকদের আগমনে মুখরিত হওয়ায় হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট মুখে। 

সরেজমিনে দেখা গেছে, পর্যটকেরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকেই প্রিয়জনের সঙ্গে সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন। কেউবা আবার বেঞ্চিকে বসে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের এমন ভিড়ে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। আগতদের নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে। 

ঢাকা থেকে আসা পর্যটক দম্পতি বাহার-শিমুল আজকের পত্রিকাকে জানান, সন্তানদের পরীক্ষা শেষ, তাই এখানে ঘুরতে এসেছেন। অনেক আনন্দ করছেন তাঁরা। 

বিচ ফটোগ্রাফার মনির আজকের পত্রিকাকে জানান, বেশ কিছুদিন থেকে পর্যটক না আসায় জমানো টাকা খরচ করে দিনাতিপাত করেছেন। আজ পর্যটক দেখে ভীষণ আনন্দিত তিনি। 

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ আজকের পত্রিকাকে জানান, দীর্ঘদিনের শূন্যতা শেষে কিছু পর্যটক আসায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

তিনি আরও জানান, বছরের এই সময়ে পর্যটক পরিপূর্ণ থাকার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায় খুব মন্দা যাচ্ছে। 
 
কুয়াকাটা টুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে জানান, আগত পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা টুরিস্ট পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। 

তিনি আরও জানান, পর্যটকেরা যাতে সমুদ্রের গভীরে না যায়, সে জন্য মাইকিং করে তাদের সতর্ক করা হচ্ছে।

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ