হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী আ.লীগের নেতা সিদ্দিক ঢাকায় গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

আবু বক্কর সিদ্দিক। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা আওয়ামী লীগের নেতা হাজি আবু বক্কর সিদ্দিককে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে পুরান ঢাকার নারিন্দার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) তাঁকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।

আবু বক্কর সিদ্দিক উপজেলার রণ গোপালদি ইউনিয়নের যৌতা গ্রামের মৃত আকুব আলী মুন্সির ছেলে। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক গত সরকারের সময়ে নৌকা প্রতীক নিয়ে একবার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান। তাঁকে জুলাইয়ের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকে এলাকায় দেখা যায়নি। ঢাকায় ব্যবসা থাকায় তিনি পরিবার নিয়ে সেখানে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নাসিরুল আমিন ফাহমি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ দুপুরে তাঁকে থানায় হস্তান্তর করেছে। আজ (মঙ্গলবার) বিকেলে আদালতে প্রেরণ করা হবে।’

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার