হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর এক কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ থানা-পুলিশ। আজ রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কলেজছাত্রের নাম আরিফুর রহমান অপি (২৩)। তিনি বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স (ইতিহাস) তৃতীয় বর্ষের ছাত্র ও দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের আলতাফ মৃধার ছেলে। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে অপি রানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় নিখোঁজের ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ দুপুরে উপজেলার কাকড়াবুনিয়া বাজার সংলগ্ন পায়রা নদীর পূর্ব পাড়ে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইর চরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পটুয়াখালী সদর থানাকে অবহিত করেন। পরে পটুয়াখালী সদর থানা-পুলিশ বিষয়টি মির্জাগঞ্জ থানাকে অবহিত করেন। পরে মির্জাগঞ্জ থানা-পুলিশ নিখোঁজের পরিবারকে খবর দেয় এবং নিখোঁজ অপির বাবা আলতাফ মৃধা সেখানে গিয়ে তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন। 

মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫