হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর এক কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ থানা-পুলিশ। আজ রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কলেজছাত্রের নাম আরিফুর রহমান অপি (২৩)। তিনি বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স (ইতিহাস) তৃতীয় বর্ষের ছাত্র ও দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের আলতাফ মৃধার ছেলে। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে অপি রানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় নিখোঁজের ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ দুপুরে উপজেলার কাকড়াবুনিয়া বাজার সংলগ্ন পায়রা নদীর পূর্ব পাড়ে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইর চরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পটুয়াখালী সদর থানাকে অবহিত করেন। পরে পটুয়াখালী সদর থানা-পুলিশ বিষয়টি মির্জাগঞ্জ থানাকে অবহিত করেন। পরে মির্জাগঞ্জ থানা-পুলিশ নিখোঁজের পরিবারকে খবর দেয় এবং নিখোঁজ অপির বাবা আলতাফ মৃধা সেখানে গিয়ে তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন। 

মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই