হোম > সারা দেশ > পটুয়াখালী

এহসান গ্রুপের টাকা আত্মসাৎ: হাফিজুর রহমান কুয়াকাটার জামিন শুনানি ২৪ জুলাই

পিরোজপুর প্রতিনিধি

এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় হাফিজুর রহমান কুয়াকাটার জামিন শুনানি আগামী ২৪ জুলাই ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত এই দিন ধার্য করেন।

উচ্চ আদালত থেকে নেওয়া ৪২ দিনের আগাম জামিন আগামী ২১ জুলাই শেষ হচ্ছে। এ জন্য তিনি আজ পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির হন।

পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় চারটি মামলায় হাফিজুর রহমানকে আসামি করা হয়েছে। উচ্চ আদালত থেকে নেওয়া ৪২ দিনের আগাম জামিন আগামী ২১ জুলাই শেষ হচ্ছে। এ জন্য তিনি আজ আদালতে স্বেচ্ছায় হাজির হন। এ সময় আদালত তাঁর জামিন শুনানি ২৪ জুলাই ধার্য করেন।

উল্লেখ্য, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসানসহ তাঁর ভাইয়েরা জেলহাজতে রয়েছেন। রাগিব আহসান ও তাঁর সঙ্গীদের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রতারণার মাধ্যমে ১০১ কোটি ৪৫ লাখ টাকা স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। 

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার