হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় রাতে বাড়ি ফেরার পথে যুবককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে মারধর করে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল বশার গত মঙ্গলবার রাতে বহরমপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণ আদমপুর রাস্তায় কিছু যুবক তাঁকে মারধর করে চেইন, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এলাকার লোকজন তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দশমিনা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

আবুল বশার বলেন, ‘আমি বাজার করে বাড়ি ফিরছিলাম। পথে দক্ষিণ আদমপুর এলাকায় জিহাদ হাওলার, তরিকুল ইসলাম, রাকিব, সাইফুল আমাকে মারধর করে গলায় থাকা স্বর্ণের চেইন, নগদ ৪৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আমি ন্যায়বিচারের জন্য থানায় অভিযোগ দায়ের করি।’

এ বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল বশারের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা