হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে অপহরণের শিকার ২ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ২

পটুয়াখালী প্রতিনিধি

অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীতে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন শহরের বড় চৌরাস্তা এলাকার মাহামুদুল হাসান ও টাউন জৈনকাঠীর এলাকার মো. আলী আজিম। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী জজ কোর্ট এলাকা থেকে মো. আমিরুল ইসলাম ও মো. কুদ্দুস ঢালীকে অপহরণ করা হয় এবং তাঁদের আত্মীয়-স্বজনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৯টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে আসামিদেরকে গ্রেপ্তার কর ও অপহৃতদের উদ্ধার করা হয়।

আনোয়ার জাহিদ আরও জানান, অপহরণের কাজে ব্যবহৃত মালামাল জব্দ করে ডিবি পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদে অপহরণপূর্বক মুক্তিপণ দাবি এবং মুক্তিপণ না দিলে খুন করার পরিকল্পনার কথা স্বীকার করেন। অপহরণের ঘটনায় ভুক্তভোগীদের আত্মীয় কাজী মো. সুমন বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছেন তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ