হোম > সারা দেশ > পটুয়াখালী

ধর্ষণের অভিযোগের মামলায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

মির্জাগঞ্জ (পটুয়াখালী), প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মজিদবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখন ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়। 

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক রাকিব মৃধা।  

এলাকা সূত্রে জানা যায়, গত শনিবার ধর্ষণ চেষ্টার অভিযোগে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা।

পরদিন 'আজকের পত্রিকা'য় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ছাড়া অন্যান্য পত্রিকায়ও সংবাদটি প্রকাশিত হয়। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর (১০) গ্রামের বাড়ি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে। সে ভয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে থাকত মেজ খালার বাসায়। অভিযুক্ত সুমন খান ভুক্তভোগীর খালার ফুপাতো ভাই হওয়ার সুবাদে সে বাসায় প্রায়ই আসা-যাওয়া করত। 

ঘটনার দিন (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সুমন খান ওই বাসায় যায়। এ সময় ভুক্তভোগীর খালা বাসায় ছিলেন না। এ সুযোগে তাকে (স্কুলছাত্রীকে) ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সুমন খান পালিয়ে যায়।

উল্লেখ্য, এর আগেও ২০২০ সালের ৬মে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে সুমনকে আটক করে মির্জাগঞ্জ থানা-পুলিশ। পরে বিয়ের মুচলেকায় মুক্ত হয়ে ওই মেয়েকে বিয়ে করে। 

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই