হোম > সারা দেশ > পটুয়াখালী

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, চার জেলে কারাগারে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চার জেলেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ করা হয়। গতকাল রোববার বিকেল ৪টায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে এ অভিযান পরিচালনা করে উপজেলা নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তর। 

গ্রেপ্তার জেলেরা হলেন—মিজান গাজী (৫৫), সুলতান সরদার (৫৮), জাহঙ্গীর শরীফ (৪২) ও খলিল হাওলাদার (১৮)। 

জানা যায়, ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মাছ ধরায় নৌ-পুলিশ ফাঁড়ি ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। এ সময় চার জেলেকে গ্রেপ্তার করে। 

এদিকে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে অভিযান পরিচালনা করে জুয়েল নামের এক মাছ ব্যবসায়ীর গদি থেকে ৫০ কেজি জাটকা ও ১০ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করে। ব্যবসায়ী পালিয়ে গেলেও তার গদি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেন উপজেলা মৎস্য কর্মকর্তা। জব্দ করা মাছ চরঘূর্ণী মাদ্রাসা ও গোপালদি মাদ্রাসায় বিতরণ করা হয়। 

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার হোসেন বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিন ইলিশ প্রজননের সময়। এ সময় নদীতে মাছ স্বীকার, আহরণ, মজুত, পরিবহন, বেচা-কেনায় নিষিদ্ধ। রোববার অভিযান চালিয়ে বুড়াগৌরঙ্গ নদীতে মৎস্য স্বীকারের সময় চারজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। জব্দ করা ১২ হাজার মিটার জাল হাজিরহাট এলাকায় নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়। এ অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল