হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে সাপের ছোবলে নারীর মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ওই নারীর নাম মাহিনুর বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানান, শনিবার বিকেলে মাহিনুর বেগমের নিজের ঘরের খাটের নিচে বিষধর সাপ ছোবল দেয়। পরে তাঁকে বাড়ির লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সন্ধ্যায় বাড়ি নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর তিনি আবার অসুস্থ বোধ করলে পুনরায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত। 

নিহতের ছেলে মো. ইদ্রিস হোসেন বলেন, ‘ওইদিন বিকেলে আমার মায়ের পায়ে খাটের নিচ থেকে বিষাক্ত সাপ ছোবল দেয়। প্রথমে আমরা বুঝতে পারিনি যে সাপে ছোবল দিয়েছে। পরে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে বাঁচাতে পারলাম না।’ 

মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক মো. শামসুল ইসলাম সোহেল বলেন, ‘রোগীর স্বজনেরা প্রথমে নিশ্চিত করে বলতে পারেননি যে তাকে সাপ ছোবল দিয়েছে। তাই সাপে কাটা রোগীর টিকা অ্যান্টিভেনম ইনজেকশন পুশ করা হয়নি। সাধারণ চিকিৎসা দেওয়া হয়েছিল।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী