হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে জেলা পরিষদ নির্বাচনে সমান ভোট পেয়েছেন ২ সদস্য প্রার্থী

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাউফল উপজেলা কেন্দ্রে সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। সমান ভোট পাওয়া দুই সদস্য প্রার্থী হলেন তালা প্রতীকের মো. জসিম ফরাজী এবং অটোরিকশা প্রতীকের শাহজাহান সিরাজ। তাঁরা দুজনই ১০৪ ভোট পেয়েছেন।

আজ সোমবার ভোট গ্রহণ শেষে এ তথ্য নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. কামরুল হাসান।

জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে মোট ভোটার ২০৯ জন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাপক নিরাপত্তা দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ভোট গ্রহণ চলে। এর মধ্যে তালা প্রতীক মো. জসিম ফরাজী ১০৪ ও অটোরিকশা প্রতীক শাহজাহান সিরাজ ১০৪ ভোট পেয়েছেন। বাকি ১ ভোট বাতিল হওয়ায় দুই প্রার্থীর সমতা হয়েছে।

অপর দিকে নারী সংরক্ষিত বাউফল-দশমিনা উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে কামরুন নাহার প্রতিপক্ষ পসরা রানীকে ১৬ ভোটে হারিয়ে জয়ী হন।

প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ‘যেহেতু রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়। তাই তাঁর কাছে ফলাফল হস্তান্তর করার পড় তিনিই সিদ্ধান্ত নেবেন।’

এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘যেহেতু দুই সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছেন, তাই তাঁদের উপস্থিতিতে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।’ 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী