হোম > সারা দেশ > পটুয়াখালী

৫২৬ কিলোমিটার বেহাল সড়কে ভুগছে বাউফলবাসী

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফল উপজেলার অভ্যন্তরীণ ৫২৬ কিলোমিটার সড়ক বেহাল। গর্তে ভরা সড়কে বাড়ছে জনগণের ভোগান্তি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফল উপজেলার অভ্যন্তরীণ ৫২৬ কিলোমিটার সড়ক বেহাল। এর ফলে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে তাদের অধীন মোট সড়কের পরিমাণ প্রায় ২৩ হাজার ৯৫ কিলোমিটার। এর মধ্যে চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে ৫২৬ কিলোমিটার সড়ক।

উপজেলার বিভিন্ন এলাকার সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে: দাসপাড়া ইউনিয়নের ছোট চৌমুহনী-নওমালা ব্রিজ সড়ক, লেঙরা মুন্সির পুল থেকে কাদের সর্দারবাড়ির সড়ক, সাবেক চেয়ারম্যান নুরু মিয়ার বাড়ি থেকে রশিদের বাড়ির সড়ক, কাঠের পুল থেকে হুজুরের বাড়ির সড়ক, বড় চৌমুহনী থেকে ইলিশার খাল পর্যন্ত সড়ক, বাংলাবাজার থেকে হাজীর হাট পর্যন্ত সড়ক, কালাইয়া ইউনিয়নের শিমুলবাগ থেকে কলেজ সড়ক পর্যন্ত, কনকদিয়া-বীরপাশা, কালিশুরী-ধুলিয়া, কালিশুরী-কেশবপুর, বগা-সাবপুরা, হোগলা-কলতা, কাছিপাড়া-মান্দারবন, কারখানা লঞ্চঘাট-পাড়ের বাজার-দরিয়াবাদ, চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন সড়ক।

বাউফল উপজেলার অভ্যন্তরীণ ৫২৬ কিলোমিটার সড়ক বেহাল। গর্তে ভরা সড়কে বাড়ছে জনগণের ভোগান্তি। ছবি: আজকের পত্রিকা

এসব সড়কে বিভিন্ন স্থানে পাথর, খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত। কোথাও কোথাও পানিতে তলিয়ে রয়েছে রাস্তা। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকার বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, এই বেহাল সড়ক তাঁদের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।

গাড়িচালক মো. হাসান আজকে পত্রিকাকে জানান, রাস্তায় চলতে গিয়ে তাঁদের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আয় কমে গেছে। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার দুরবস্থার কারণে নিয়মিত স্কুল-কলেজে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে।’

এ বিষয়ে কথা হলে এলজিইডি বাউফল উপজেলা কার্যালয়ের প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান, বেহাল সড়কগুলোর তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কারকাজ শুরু হবে।

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে