হোম > সারা দেশ > পটুয়াখালী

বৈরী আবহাওয়ায় কমেছে ইলিশের সরবরাহ, বেড়েছে দাম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্রে টিকতে না পেরে দুই দিন আগেই মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছ ধরা ট্রলার। এতে মৎস্য বন্দরে কমেছে ইলিশের সরবরাহ। বেড়েছে দাম। চড়া দামে ইলিশ বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। 

তবে মৎস্য বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে এ মাসের মাঝামাঝি সময় জালে ধরা পড়তে পারে ঝাঁকে ঝাঁকে ইলিশ। 

মহিপুর ও আলীপুর মৎস্য আড়তগুলোতে গিয়ে দেখা গেছে, ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬০০ টাকা, ৮০০ গ্রাম ১ হাজার ২০০ এবং ৬০০ গ্রাম ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। জাটকা বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

মহিপুরের জেলে আ. জলিল বলেন, ‘কিনারায় চর পড়ায় মাছ পাওয়া যাচ্ছে না। গভীর সমুদ্রে মাছ পড়ে তা-ও আবার আবহাওয়া বিপক্ষে থাকায় সাগরে যেতে পারি না।’ 

মহিপুরের এক আড়তমালিক লুনা আকন বলেন, ‘এভাবে যদি মাছ না পড়ে আর আবহাওয়াও বিপক্ষে থাকে তাহলে মাছের দাম আরও বেড়ে যাবে। আমরা আড়তমালিকেরা হতাশায় আছি।’ 

আলীপুর কুয়াকাটা মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, মৌসুমের শুরুতে তেমন ইলিশ না পড়লেও এখন মাছের সরবরাহ ভালো ছিল। কিন্তু হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে যেতে পারছেন না। ইতিমধ্যে বেশির ভাগ মাছ ধরা ট্রলার মহিপুর আলীপুর শিববাড়িয়া নদীর পোতাশ্রয় আশ্রয় নিয়েছে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ মাসের মাঝামাঝি সময়ে জেলেদের জালে ধরা পড়তে পারে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জালে মাছ পড়লেই দাম কমে যাবে।

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে