হোম > সারা দেশ > পটুয়াখালী

‘বিয়ের আশ্বাসে বাড়িতে ডেকে’ তরুণীকে নির্যাতনের অভিযোগে যুবক কারাগারে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের আশ্বাসে বাড়িতে এনে এক তরুণীকে (২৬) নির্যাতনের মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ সোমবার মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বপন কুমার দাস এ রায় ঘোষণা করেন। ৬ ফেব্রুয়ারি এ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এইচ এম মোজাম্মেল হক বাবুল। 

অভিযুক্ত যুবকের নাম মাহবুব আলম আলমীর (৩০)। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভোলা জেলা অফিসে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। মাহবুব আলম উপজেলার মাধবখালী ইউনিয়নের মাধবখালী গ্রামের সাখাওয়াত হাওলাদারের ছেলে। ভুক্তভোগী তরুণীর বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বলে জানা গেছে।

বাদীপক্ষের আইনজীবী এইচ এম মোজাম্মেল হক বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘ওই তরুণীর দায়ের করা সিআর-৩০/২৩ মামলায় সোমবার এনএসআই সদস্য মাহবুব আলম আলমীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। তবে এ মামলার অপর দুই আসামি আলমীরের বাবা সাখাওয়াত হোসেন ও মা সাহানা বেগমের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।’ 

মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনো মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদ মাহবুব আলম আলমীর। ভোলা জেলা এনএসআই অফিসে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত রয়েছেন। 

মামলার বিবরণীতে জানা যায়, ২০১১ সালে ঢাকা যাওয়ার পথে একটি বাসে পরিচয় হয় ওই তরুণী ও মাহবুব আলম আলমীরের। এরপর মোবাইল ফোনে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঢাকায় বোনের বাসায় তরুণী ও আলমীরের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়। ২০২০ সালে মাহবুব আলমের এনএসআইয়ে কম্পিউটার অপারেটর পদে চাকরি হয়। গত ২২ ডিসেম্বর মাহবুব আলম অভিভাবকের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওই তরুণীকে বিয়ে করবেন বলে গ্রামের বাড়িতে আসতে বলেন। তরুণী ওই দিন মাহবুবের গ্রামের বাড়ি মাধবখালীতে যান। পরে অভিযুক্ত মাহবুব ওই তরুণীকে বিয়ে না করে, উল্টো মা-বাবাকে সঙ্গে নিয়ে তাঁকে শারীরিক নির্যাতন করেন। 

এ বিষয়ে ওই তরুণী আজকের পত্রিকাকে বলেন, ‘মাহবুবের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের দাবি করলে, সে তা বারবার প্রত্যাখ্যান করে আসছিল। বিয়ের দাবিতে গত ২২ ডিসেম্বর মাহবুব আলমের বাড়িতে গেলে তাঁর মা-বাবাকে সাথে নিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে তাড়িয়ে দেয়।’ 

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ