হোম > সারা দেশ > পটুয়াখালী

ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না: রেজাউল করিম

পটুয়াখালী প্রতিনিধি

সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। আমাদের ব্যবহার করে কেউ ক্ষমতার মসনদে বসবে, সেই সুযোগ দেওয়া হবে না।’

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করিনি না, যদি ক্ষমতার জন্য রাজনীতি করতাম তাহলে অনেকবার সংসদে বসতে পারতাম। কিন্তু তা করিনি। আমাদের ব্যবহার করে কেউ মসনদে বসে দুর্নীতি, অনিয়ম, গুম-খুনের রাজনীতি করবে—তা ইসলামী আন্দোলন সমর্থন করে না। ইসলামী আন্দোলন ন্যায়নীতির রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না। যদি ক্ষমতার রাজনীতি করতাম তাহলে অনেক সুযোগ ছিল। সেই সুযোগ নিইনি। আগামীর বাংলাদেশ হবে ইসলামি বাংলাদেশ। যেখানে কোনো অন্যায় থাকবে না। মানুষ নিরাপদে বসবাস করবে।’

উপজেলা যুব আন্দোলনের সভাপতি এইচ এম নুরুল আমিন সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহা. আবু বকর ছিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মাদ আলী হাসান রুহানী ও সাধারণ সম্পাদক কাজী মোসাদ্দেক বিল্লাহ রুমী।

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই