হোম > সারা দেশ > পটুয়াখালী

ছাত্রলীগের কর্মিসভার কারণে বিদ্যালয় ছুটি 

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কর্মিসভা উপলক্ষে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়েছেন প্রধান শিক্ষক মো. নাশির উদ্দিন। আজ বুধবার স্কুলে গিয়ে এ চিত্র দেখা গেছে। সময়ের আগে কী কারণে স্কুল ছুটি দেওয়া হয়েছে, তা জানে না শিক্ষার্থীরা। 

স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে বাহেরচর বাজারে স্কুলগেটের সামনে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ছাত্রলীগের নেতারা। কর্মিসভা উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়ে দেন প্রধান শিক্ষক মো. নাশির উদ্দিন। এ ছাড়া ছাত্রলীগের পদপ্রত্যাশী এক নেতার সঙ্গে তিন শিক্ষার্থীকে মিছিলে অংশগ্রহণ করার জন্য পাঠিয়ে দেন তিনি। নির্দিষ্ট সময় কিংবা জরুরি প্রয়োজনে স্কুল ছুটি দেওয়া হলে সভাপতি, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করার কথা থাকলেও এ বিষয়ে তিনি কিছুই জানেন না।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাশির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় পরিচালনা করতে হলে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। শুধু তা-ই নয়, বিশেষ তদবির, মূল্যায়ন এবং সম্মান রক্ষার্থে স্কুলের তিনজন ছাত্রীকে ছাত্রলীগের পদপ্রত্যাশী এক নেতার সঙ্গে মিছিলে পাঠিয়েছি।’ 

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘রাঙ্গাবালীতে কমিটি নেই। তাই আমরা কর্মিসভার আয়োজন করেছি। তবে স্কুল বন্ধ দিতে আমরা কাউকে বলিনি। আর স্কুল বন্ধ দিয়ে থাকলে প্রধান শিক্ষক দিয়েছেন। এটি তাঁর ব্যাপার। এ বিষয়ে আমরা অবগতও না।’

পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, খোঁজখবর নিয়ে দেখছি।’ 

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘যেভাবে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে, এটা ন্যূনতম নিয়মশৃঙ্খলা ও বিধিমালা পরিপন্থী। স্কুল ছুটির ব্যাপারে আমাকে অবগত করা হয়নি, শিগগির এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই