হোম > সারা দেশ > পটুয়াখালী

জেলার সংযোগ সড়কের বেহাল দশা ভোগান্তিতে পথচারী

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-দশমিনা আন্তজেলা সড়কটি সংস্কার করা হলেও বর্ষায় বড় বড় গর্ত এবং খানাখন্দের সৃষ্টি হয়। ফলে সড়ক দিয়ে চলাচলে যানবাহনসহ ভোগান্তিতে দশমিনা ও বাউফল উপজেলার প্রায় ৬ লাখ মানুষ। স্থানীয়দের দাবি যেনতেন সড়ক উন্নয়ন না করে টেকসই উন্নয়ন করা হোক।

শুক্রবার ও শনিবার সরেজমিনে স্থানীয় ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, দশমিনা ভায়া বাউফলের ভাঙা ব্রিজ হয়ে লোহালিয়া খেয়াঘাট পর্যন্ত ২১ কিলোমিটার সড়কটিতে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে গাড়ি ঠেলাঠেলি নিয়ে দীর্ঘপথ অতিক্রম করতে প্রায় এক থেকে দেড় ঘণ্টারও অধিক সময় চলে যায়।

অন্তরা পরিবহনের সুপারভাইজার আনোয়ার আনু জোমাদ্দার জানান, ভাঙ্গাচোরা সড়ক দিয়ে গাড়ি চলাচলে মেশিনারি পার্স নষ্ট হয়ে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। দশমিনা থেকে পটুয়াখালী জেলা সদরে নিয়মিত যাতায়াতকারী আইনজীবী, মো. ফুয়াদ হোসেন ও মো. শহিদুল ইসলাম জানান, যেখানে ৩০ / ৩৫ মিনিটের অধিক সময় লাগার কথা নয় সেখানে এক দেড় ঘণ্টার অধিক সময় চলে যাওয়ায় যথাসময়ে কোর্টে উপস্থিত হতে পারি না।

বেতাগী সানকিপুর ইউনিয়নের মো. সাইরুল ও ইউপি সদস্য ফিরোজ আলম জানান, বাউফলের ভাঙা ব্রিজ এলাকা থেকে দশমিনা উপজেলা সদর পর্যন্ত প্রায় ৮ / ৯ কিলোমিটার সড়কের অধিকাংশ বড় বড় গর্ত ও নালাখান্দা হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয় পটুয়াখালী জেলা সদরে জরুরি কাজে জন্য যাওয়া মানুষদের। তাদের দাবি প্রতি বছর যেনতেন সড়ক উন্নয়ন না করে টেকসই উন্নয়ন করা হোক।

দশমিনা উপজেলার স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান পঞ্চমালি বলেন, দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরি সেবা দানে প্রসূতি অথবা অন্য যে কোনো রোগী পটুয়াখালী অথবা বরিশাল সেবাচিন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অ্যাম্বুলেন্সটি কালাইয়া বাউফল হয়ে দীর্ঘ সময় পার হয়ে যেতে হয় এতে করে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ওই রাস্তাটি দশমিনা বাসির জন্য জরুরি।

এলজিইডির দশমিনা উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন জানান, ওই সড়কটির দশমিনার অংশের সাড়ে ৪ কিমি টেন্ডার হয়েছে। 

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫