হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মো. কাইয়ুম হাওলাদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

গতকাল বুধবার রাতে উপজেলা বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের সিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত কাইয়ুম হাওলাদার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, মামুন সরদারের ছেলে ও গাড়ির চালক হৃদয়, বেতাগী গ্রামের আবুল সিকদারের স্ত্রী মোসা. সেতারা বেগম (৪৪) ও মানিক মোল্লা। 

আহতদের স্বজনেরা জানান, উপজেলা বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের আবুল সিকদারের স্ত্রী মোসা. সেতারা বেগম (৪৪) বাড়ির সামনের সড়কের যান। সেখানে রাস্তা পাড় হওয়ার সময় একই গ্রামের হৃদয় তাঁর তিনজন সঙ্গীসহ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই গৃহবধূ গায়ে উঠিয়ে দেন। এতে হৃদয়ের গাড়িতে থাকা কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজন। তাঁরা বরিশাল-ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ বিষয় কোনো অভিযোগ পাইনি। মারা যাওয়া ব্যক্তি বাউফলের। তাই সেখানে মামলা হতে পারে।

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই