দশমিনা (পটুয়াখালী): পুকুরের পানিতে ডুবে পটুয়াখালীর দশমিনায় মো. আহাদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । গতকাল শুক্রবার বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে ।
শিশু আহাদ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আরকলমি ইউনিয়নের চরকলমি গ্রামের নূর আলমের ছেলে ।
স্বজনরা জানান, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আরকলমি ইউনিয়নের চরকলমি গ্রামের নূর আলম দীর্ঘদিন ধরে স্বজনদের নিয়ে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামে বসবাস করছেন । ঘটনার দিন আহাদ খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে যায় । পরে তাকে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন ।