হোম > সারা দেশ > পটুয়াখালী

মাছ ধরার ট্রলারে ইয়াবার চালান, ১৬ পাচারকারী গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত ১৬ জন গ্রেপ্তার হয়েছেন।

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. তানভীর আজবাল হৃদয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালানো হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এবং র‍্যাবের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন লেম্বুর চরে এ যৌথ অভিযান চলে। এ সময় ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক এবং একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার তানভীর বলেন, অভিযানকালে ট্রলারে জালের মধ্যে লুকানো অবস্থায় ১ লাখ ইয়াবা এবং পরে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি আরও ৩ লাখ ইয়াবা জব্দ করা হয়। এ সময় ১৬ জন পাচারকারীকে আটক করা হয়। তাঁরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা। পরে ইয়াবাগুলো মহিপুর থানায় হস্তান্তর এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার তানভীর।

এদিকে অভিযুক্তদের মধ্যে মোফাচ্ছেল হোসেন নামের একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানতাম মাছ ধরতে যাচ্ছি। ইয়াবা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি।’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর