হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের আত্মহত্যা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনায় মো. আনোয়ার হোসেন (৪০) নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য আত্মহত্যা করেছেন। আজ রোববার তিনি নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

অবসরপ্রাপ্ত সেনাসদস্য উপজেলার আলীপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আবদুর রব ঢালির ছেলে। 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর মো. আনোয়ার হোসেন বগুড়া ক্যান্টনমেন্ট থেকে অবসরে আসেন। এ সময় তিনি এলাকায় ডাবের ব্যবসা শুরু করেন। ব্যবসায় ক্ষতি হলে পাওনাদারদের কারণে ঢাকায় চলে আসেন। ২ মে ঢাকা থেকে বাড়িতে আসেন। 

আজ তিনি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে এলাকার লোকজন এসে বাথরুমের দরজা ভেঙে দেখে মরদেহ ঝুলছে। খবর পেয়ে দশমিনা থানার পুলিশ এসে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান। 

তাঁর স্ত্রী মোছা. সাহিমা বলেন, ‘আমার স্বামী (আনোয়ার হোসেন) চাকরি থেকে অবসরে আসার পর ডাবের ব্যবসা শুরু করেন। ব্যবসায় ক্ষতি হওয়ায় ঢাকায় চলে যান। তিন মাস ঢাকায় থাকেন। গত বৃহস্পতিবার ঢাকা থেকে আসেন। শনিবার রাতে লোকজন এসে টাকার জন্য কথা শোনায়। সেই থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।’ 

সাহিমা বলেন, ‘সকালে আমি বাইরে যাই, পরে এসে না দেখে খোঁজ করি। দেখি বাসার সব রুম আটকানো, লোকজন ডেকে দরজা ভেঙে দেখি বাথরুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।’ 

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক সুরতহাল পর্যালোচনায় এটি আত্মহত্যা। একটি অপমৃত্যু মামলা রুজু হবে। অপমৃত্যু মামলা তদন্ত করব। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী