হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর ভাগনকে কুপিয়ে জখমের অভিযোগ 

পটুয়াখালী প্রতিনিধি

নির্বাচনী বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এই ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী সাইদুর রহমান সুমন বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের ভাগনে। 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন খানের এক সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এরই জের ধরে আজ সকালে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের ভাগনে বগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান সুমনকে কুপিয়ে জখম করেন আনারস প্রতীকের সমর্থকেরা। 

ভুক্তভোগী সাইদুর রহমান সুমনের স্বজনরা জানায়, সুমনের বাবা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বাড়ি থেকে বরিশালের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন সুমন। শাপলাখালী পৌঁছালে আনারস প্রতীকের সমর্থকেরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সুমনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘রিকশায় বগা বাজারের দিকে যাচ্ছিলেন সুমন। এ সময় তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান চালাচ্ছে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী