হোম > সারা দেশ > পটুয়াখালী

গলাচিপায় সাড়ে ৯ লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সাড়ে ৯ লাখ ৫০ হাজার জাল নোটসহ খোকন ওরফে শাওন ওরফে ছগির নামে জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহম্মদ মাহ্ফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার হওয়া শাওন ওরফে ছগির (৩৫) রাঙ্গাবালীর পূর্ব বাহের চর ১ নম্বর ওয়ার্ডের মৃত তোফাজ্জেল হাওলাদারের ছেলে। তিনি জাল টাকার নোট বিক্রয় ও বিতরণকারী চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় জাল টাকা বাজারজাত করে আসছিল। 

অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহ্ফুজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার গলাচিপা পৌরসভার কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) নামের জালিয়াতি চক্রের এক সদস্যকে ১ হাজার টাকার ৭৯৬টি ও ৫০০ টাকার ৩০৮টি জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। যার মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা।’ 

মোহম্মদ মাহ্ফুজুর রহমান আরও বলেন, ‘ছগিরের বিরুদ্ধে ডিএমপি কদমতলী থানায় ও সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে একাধিক সহযোগীর নাম প্রকাশ করে। তাঁর বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। অপর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী