হোম > সারা দেশ > পটুয়াখালী

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় হারুনকে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়

এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ ও উত্ত্যক্তকারীকে ধরিয়ে দিতে পুলিশ ডাকায় ইট দিয়ে এক যুবকের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার তালতলী বাজারে আজ বুধবার এ ঘটনা ঘটে। মো. হারুন সিকদার (৩৫) নামে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

হারুন উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাতেরকাঠি গ্রামের বাসিন্দা মো. জালাল সিকদারের ছেলে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক।

হারুনের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাকলা তাতেরকাঠি গ্রামের বাসিন্দা মো. হানিফ সিকদার (৪০) নামে এক ব্যক্তি একই এলাকার এক নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করেন হারুন। এ নিয়ে হানিফের সঙ্গে হারুনের বিরোধ সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে হানিফ ওই নারীর বাড়িতে গেলে হারুনের নেতৃত্বে স্থানীয় লোকজন হানিফকে আটক করে এবং হারুন ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দায়িত্ব নিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। 

আজ সকাল নয়টার দিকে হারুন তালতলী বাজরে গেলে হানিফ ও তাঁর লোকজন মিলে হারুনের ওপর হামলা চালান। ইট দিয়ে তাঁরা হারুনের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেন। পরে স্থানীয় লোকজন আহতাবস্থায় হারুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অভিযুক্ত হানিফ সিকদার মারধর করার কথা স্বীকার করে বলেন, ‘একটি মিথ্যে ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আমাকে হারুন থাপ্পড় মেরেছে। মীমাংসা করলেও থাপ্পড়ের বিচার হয়নি। এ কারণে আজকে (বুধবার) হারুনকে মেরেছি।’ 

নাজিরপুর ইউপির সদস্য মো. ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মীমাংসিত বিষয় নিয়ে ফের মারধর করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। 

এ প্রসঙ্গে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী