করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেওয়া কঠোরতম লকডাউনের নির্দেশনা ভেঙে জনসমাগম করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নে। গতকাল শুক্রবার দুপুরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বন্ধ করে দিয়েছে সব আয়োজন।
জানা গেছে, প্রায় ছয় মাস আগে লেবুবুনিয়া গ্রামের শাহজাহান খানের মেয়ের সঙ্গে একই এলাকার নেছারুদ্দিন বাচ্চুর ছেলের বিবাহ হয়। গতকাল শুক্রবার কনের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। ওই দিন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই বৌভাতের অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হয়। পাশাপাশি বরপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস বলেন, প্যান্ডেল করে ২০০ মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আয়োজন করেছিল কনেপক্ষ। শুক্রবার দুপুরে লোকজন জড়ো হতে শুরু করলে তাদের কাছে খবর যায়। তাৎক্ষণিক মির্জাগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন তিনি।