হোম > সারা দেশ > পটুয়াখালী

মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পিপঁড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো.শহিদ আলম (৩৩)। তিনি ওই গ্রামের মো. হাসেম আকনের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. জুয়েল মিয়া।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ সোমবার সকালে একটি মোটর দিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য সেচ দিচ্ছিলেন শহিদ আলম। এ সময় তিনি মোটরের তার থেকে বিদ্যুতায়িত হয়ে আহত হন। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শহিদ আলমের চাচাতো ভাই মো. সুলতান মাহমুদ বলেন, শহিদ আলমের পায়ের কিছু অংশ পুড়ে গেছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পিপঁড়াখালী গ্রামে বিদ্যুতায়িত হয়ে শহিদ আলম নামের একজন মারা গেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার