হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠনের পরদিন বিলুপ্ত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষক দলের উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের পরদিন বিলুপ্ত করা হয়েছে। গত শুক্রবার জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান টিটু ও সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার এক পত্রের মাধ্যমে ৫১ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।

এক দিন পর গতকাল শনিবার ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে চিঠি দিয়েছেন জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার। বিষয়টি নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ভেতরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

কমিটিতে আহ্বায়ক করা হয় মো. রাসেল মোল্লা ও সদস্যসচিব করা হয় গোলাম রসুল হাওলাদার মিলনকে। এর মধ্যে রাসেল মোল্লা গত উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন।

কমিটি বাতিলের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান শিকদার বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে পাতানো কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। দলের নীতি-নির্ধারকেরা নির্বাচন বর্জনের জন্য সবাইকে নির্দেশ দেন। কিন্তু রাসেল মোল্লা দলের সিদ্ধান্ত অমান্য করে গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। বিষয়টি আমাদের জানা ছিল না। এ জন্য কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে কমিটি করা হবে।’

এ বিষয়ে মো. রাসেল মোল্লা বলেন, ‘আমাকে আহ্বায়ক করে গত শুক্রবার কৃষক দলের কমিটি করা হয়েছিল। আজ জানতে পারি ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কী জন্য বিলুপ্ত করা হয়েছে যারা কমিটি দিয়েছেন তারাই ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে